রবিউল আলম গাজীপুর প্রতিনিধি
চামুড্ডা দারুল উলূম বাবুস সালাম মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ১৮ নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিবের পরে গাজীপুর মহানগর ৪০নং ওয়ার্ড মিরের বাজারের উত্তরে চামুড্ডা বাজারের সাথে মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফাচ্ছিরে কুরআন,মুনাযিরে যামান,আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী,মহাপরিচালক, মাদরাসায়ে নুরে মদিনা,হবিগঞ্জ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আইউব আলী ফাহিম, চেয়ারম্যান, লতা হারবাল বিডি কোং লিঃ।
মাহফিলে সভাপতিত্ব করেন অএ মাদরাসার সভাপতি গাজীপুর মহানগর ৪০নং ওয়ার্ড এর কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন শায়খুল হাদীস মাওলানা আনিসুর রহমান,দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মুফতি শামসুদ্দিন খন্দকার,সভাপতি পূবাইল উলামা পরিষদ,তৃতীয় বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী।
মাহফিল পরিচালনা করেন, মুফতি মুহাম্মদুল্লাহ, ইমাম ও খতিব,মিরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মিজানুর রহমান (মিজান) লতা হারবাল বিডি কোং লিঃ এর জেনারেল মেনেজার,রাজিবুল হাসান রাজীব,গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য, সোলেমান মোল্লা ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রমুখ।