আজ ২৫ মে মালদ্বীপের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে ভাইস প্রেসিডেন্ট করোনাকালীন সময় বাংলাদেশ প্রদত্ত বিভিন্ন সহযোগিতা ও মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করেন।

এছাড়া তিনি উভয় দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরন, বানিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং শিক্ষা, চিকিৎসা, পর্যটন, ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
হাইকমিশনার বাংলাদেশ হতে বিভিন্ন পেশার কর্মী আগমনের বিষয়ে সেপ্টেম্বর ২০১৯ হতে আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের জন্য মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান।
তিনি উভয় দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় এম্বাসেডর এট লার্জ আব্দুল গফুর মোহাম্মদ এবং মিশনের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।