আমাদের স্বভাব
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
যে যত পায়, তত তার অভাব,
এটাই মানুষের একমাত্র স্বভাব।
টাকা আছে তো চাই আরো টাকা,
পকেট হয় কারো ফাঁকা হোক।
বাড়ি থাকলে আরো চাই ভালো বাড়ি,
গাড়ি থাকলে আরো চাই ভালো গাড়ি ।
জমি আছে পরিমান মত,
তবুও প্রাণপণ চেষ্টায় কেনা যায় আরও যত।
আজ খাব ভাত মাছ দিয়ে
কাল খাব গোস্ত দিয়ে,
দিন কাটে এই ভাবনা নিয়ে।
এক টাকা লাভ হলে আরো চাই লাভ,
হোক না কেন নিজের বাপ!
- বুড়িচং- কুমিল্লা থেকে।।