লেখক: সংগঠক এবং ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
যুদ্ধ নয়; শান্তি চাই
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
আর যুদ্ধ নয়
শান্তি ও ভালোবাসা চাই
তবু কেনো যুদ্ধের ঘনঘটা
বিশ্বময় যুদ্ধের পদধ্বনি
শহর-বন্দর কাঁপে
কাঁপে মানুষের হৃদয়।
ইউরোপ কাঁপে
আমেরিকা কাঁপে
কাঁপে এশিয়া আফ্রিকা
যুদ্ধের সামরিক সরঞ্জাম আজ দেশে দেশে মানুষ কিভাবে যুদ্ধ প্রিয় হয়
বিবেকের দংশন নেই।
কিভাবে মানুষ মানুষরে মারে
কেন,বিশ্বময় আজ যুদ্ধ যুদ্ধ ভাব।
আর কত রক্তপাত
আর কত প্রাণহানি
আর নয় যুদ্ধ
চাই ভালোবাসা আর শান্তি।
এএনবি২৪ ডট নেট
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্ম ও সমাজ সচেতন লেখক ও সাংবাদিক, সিনিয়র সহ-সভাপতি, বুড়িচং প্রেসক্লাব, কুমিল্লা। চেয়ারম্যান-গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা