২০১৪ সালের ৫ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচনকে ভোটারশূন্য নির্বাচনের দিন আখ্যা দিয়ে বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শুরু হয়।
সকাল ১০টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও ঢাকার বিভিন্ন এলাকা থেকে সকাল সাড়ে ৮টা থেকে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসক্লাব এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়৷
সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে। ফলে এ পথে যাতায়াত করা অফিসগামী ও সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।
এদিকে, বিএনপির আজকের এ মানববন্ধনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।